নগরীতে ৪ অনলাইন জুয়াড়ি র্যাব এর হাতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে চার অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব৭। বুধবার (২৫ মে) রাত ১০টার দিকে তাদের আকবর শাহ ও পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নোয়াখালীর সেনবাগের শাহজাহানের ছেলে মো. শাহপরান (৩১), ফেনীর দাগনভূইয়ার জাকির হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪), চট্টগ্রামের আকবর শাহের শামসুল আলমের ছেলে মো. মঈনুল ইসলাম (২৬) এবং পাহাড়তলীর মৃত আবদুল মোনাফ সওদাগরের ছেলে মো. আবদুর রশিদ (৩১)। তাদের বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আকবর শাহ ও পাহাড়তলী এলাকার একটি দোকান এবং গোডাউনে অনলাইনে জুয়া খেলছিল কয়েকজন। তারা স্মার্টফোন ও ল্যাপটপের মাধ্যমে জুয়ার ওয়েবসাইটে গিয়ে খেলছিল। আর জুয়ার টাকা লেনদেন করছিল বিকাশের মাধ্যমে।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আকবরশাহ ও পাহাড়তলী থানায় মামলা হয়েছে।