মাত্র ২৪ রানে দল ৪ উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন। খানিক বাদে বাংলাদেশ হয়ে পড়ল ২৪/৫। এমন বিপর্যয় কাটাতে ধৈর্য, মনোযোগ, নিবেদন যা যা প্রয়োজন ছিল মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে তার সবই দেখা গেল। তাতে একদিকে বিপর্যয়ের মুখ থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে আরেকটা টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন মুশফিকুর রহিম।
চলতি শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন। ঢাকায় তার পরের ইনিংসেই আজ আরেকটা সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ ক্রিকেটার। এই সিরিজের আগে অনেকদিন ব্যাট হাসেনি মুশফিকের। তাতে সমালোচনাও হচ্ছিল টুকটাক। ব্যাটের শক্তিতেই সমালোচনার একটা জবাব দিলেন তিনি।