বরকল এস,জেড উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আত্মপ্রকাশ

গ্লোব টিভি২৪ডটকম : দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান,মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত বরকল শামশুজ্জামান (এস,জেড.) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ) আত্মপ্রকাশ অনুষ্ঠান গতকাল ১ ডিসেম্বর-২৩ ইংরেজী শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মৌলভী বাজার মোস্তফা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চেীধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন, মো: মেজবাহ উদ্দীন (১৯৯৬) ও গীতা পাঠ করেন, শান্ত শীল ( ২০২৩ ব্যাচ)।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এ,কে, এম, আবু ইউসুফ, আব্বাস উদ্দীন,আনছারুল হক ও সালাউদ্দীন সুমনের যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল মনজুর, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ,বীর মুক্তিযোদ্ধা ছাদেক আবদুল মহি, শিক্ষাবিদ মাহফুজুর রহমান,মির আহমদ,আবু হেনা মোস্তফা কামাল,আজগর হোসেন টিপু,খোরশেদ আলম । স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম ( ১৯৯০ব্যাচ) ও প্রেসিডেন্টস স্কাউট মঈনুদ্দীন জুয়েল (১৯৯৬ব্যাচ) । প্রাশিপ গঠনের লক্ষ্যে উদ্দেশ্যর উপর বক্তব্য রাখেন, মো: শামমুদ্দীন হেলালী ও ডা: নুরুল আবচার (১৯৮৮ ব্যাচ),মো: আলী হিরু (১৯৮৭ ব্যাচ), ফজলুর রহমান মুরাদ (১৯৯০ব্যাচ),হামিদুর রহমান পারভেজ ( ১৯৯১ ব্যাচ) , শাহরিয়ার খালেদ ( ১৯৯২ ব্যাচ), আতিকুর রহমান মানিক ( ১৯৯৩ ব্যাচ), মো: আব্বাস উদ্দীন ( ১৯৯৪ ব্যাচ), এম এম লোকমান ( ১৯৯৬ ব্যাচ), আল মাহমুদ অশ্রু (১৯৯৭ ব্যাচ), শহিদুল ইসলাম ও জিল্লুর রহমান শাকিল (১৯৯৮ ব্যাচ) মো: সাফায়েত হোসেন,জুবায়ের উদ্দীন,হুমায়ুন উসলাম রাসেল ও শাহাদাত হোসেন কচি (২০০১ ব্যাচ), জাহেদুল ইসলাম (২০০৫ ব্যাচ), দস্তগীর হোসাইন মানিক ( ২০০৮ ব্যাচ),এ কে এম নাঈম উদ্দীন সায়েম(২০১০ ব্যাচ), জিল্লুর রহমান শাকিল ( ২০১৪ ব্যাচ), রবিউল হোসেন ( ২০২২ ব্যাচ), শান্ত শীল (২০২৩ ব্যাচ)সহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগন ।
অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয় । আজগর হোসেন টিপুকে ( ১৯৮৬ ব্যাচ) আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদে ডা: নুরুল আবচার ও এডভোকেট এরশাদ হোসেন (১৯৮৮ ব্যাচ),দিদারুর রশীদ( ১৯৮৯ ব্যাচ),ডা. শাখাওয়াত হোসেন(১৯৯০ ব্যাচ),আবুল বশর (১৯৯১ব্যাচ),মো: আব্বাস উদ্দীন ( ১৯৯৪ব্যাচ),মো:মঈনুদ্দীন জুয়েল (১৯৯৬ব্যাচ),আমিনুল হক রাশেদ(১৯৯৭ ব্যাচ),মো:আনছারুল হক( ১৯৯৮ ব্যাচ), মো: সালাউদ্দীন সুমন ( ১৯৯৯ ব্যাচ),মো: সাফায়েত হোসেন(২০০১ ব্যাচ) , বিবি হুমায়রা খানম ( ২০০৮ ব্যাচ) নির্বাচিত হয়। এছাড়াও আহবায়ক কমিটির উপদেষ্ঠা পরিষদ,সদস্য, ও ব্যাচ প্রতিনিধি নির্বাচিত করা হয় এবং অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি