গ্লোবটিভি২৪ডটকম :পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থিদের মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সদস্য মো. সোহেল তাজ। শিক্ষক সাইফুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাকেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. নুরন্নবী, শিক্ষক প্রতিনিধি বিশ্বনাথ, শিক্ষক লাকী চক্রবর্তী, শিক্ষক তরুণ চোধুরী, শিক্ষক নুরুল আলম, শিক্ষিকা চুমকি চক্রবর্তী, মাওলানা আব্দুল মান্নান, আব্দুর রহমান, নিজামুল আলম, ইকবালুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি বলেন প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। তিনি শিক্ষকদের উদ্দশে করে বলেন প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদেরকে সচেতন করে তোলা, ঘাটতিগুলো শনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের জন্য পরিবারে এবং বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ বজায় রাখা, পাঠের তদারকি করা এবং পাঠের ক্ষেত্রে ছাত্র- ছাত্রীদের আরো আগ্রহী করে তোলার বিষয়ে মতবিনিময় করেন। এসময় অভিভাবকরা বলেন, আমাদের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুলের সকলে অক্লান্ত পরিশ্রম করছে যা আমাদের সৌভাগ্য, আজ মা সমাবেশে এসে অনেক কিছু জানতে পারলাম, স্যারদের পরামর্শ, আমাদের ছেলে-মেয়েদের আর্দশ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রেস বিজ্ঞপ্তি
পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ৯ ডিসেম্বর, ২০২৩ ৫:৩৫ : পূর্বাহ্ণ |
বিভাগ : দক্ষিণ চট্টগ্রাম
106 বার